বিজেপি -কে যারা ভোট দিয়েছে কোনও পরিষেবাই পাবে না তারা, বিস্ফোরক মন্তব্য তৃণমূল কাউন্সিলরের
- রায়গঞ্জে জয়ী হয়েছে বিজেপি
- তাতেই ক্ষোভ প্রকাশ তৃণমূল কাউন্সিলরের
- বিজেপি -কে যারা ভোট দিয়েছেন তাদের সাহায্য করতেও নারাজ তিনি
- তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকার নিজে জানালেন সেই কথা
" যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁরা আর কোনওদিন কোনও সুযোগ সুবিধা নিতে আসবেন না " এমনই নিদান দিয়েছেন রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকার। এমনকি তাঁর বাড়িতে আসা ওয়ার্ডের এক দুস্থ বাসিন্দা সাহায্য সহযোগিতা চাইতে আসলে তাঁকে বিজেপি পার্টি অফিসে যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ। রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকারের এহেন আচরণে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ধরনের নিদান দেওয়ার কথাও স্বীকার করে নিয়ে তৃনমূল কংগ্রেস কাউন্সিলর প্রসেনজিৎ সরকার বলেন, সারাবছর এলাকার মানুষের পরিষেবা দিয়ে এসেছি। সরকারি সমস্ত সুবিধা দেওয়া হয়েছে অথচ তারা ভোট দিয়ে রায়গঞ্জ বিধানসভায় বিজেপিকে জিতিয়েছে। আর সেজন্যই সেইসব মানুষদের কাছে আবেদন আর যেন তারা কোনও সুযোগ সুবিধা নিতে না আসেন। যদিও একজন জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ডের সব মানুষই তার কাছে সমান হওয়া উচিত তবুও তাঁর এমন কথা নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই।