ডানলপ গ্রাউন্ডে মোদীর সভাস্থলে বুধবার মমতার জনসভা, তার আগে পোঁতা হল গাছ, ছেটানো হল গঙ্গাজল

ডানলপ গ্রাউন্ডে বুধবার মমতার জনসভা 
তার আগে ময়দানে শুদ্ধিকরণ অভিযান তৃণমূলের 
গঙ্গাজল ছিটিয়ে চলে শুদ্ধিকরণ অভিযান 
মোদীর জনসভার জন্য করা হেলিপ্যাডে লাগানো হয় গাছ

/ Updated: Feb 24 2021, 01:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবার গাছ নিধন যঞ্জে নাম জড়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সোমবার চূঁচূড়ার ডানলপ ময়দানে সভা করেন প্রধানমন্ত্রী। মাঠের একপাশে তৈরি করা হয়েছিল হেলিপ্যাড। এর জন্য বেশকিছু গাছপালার মোটা মোটা ডাল কেটে ফেলতে হয়েছিল। তৃণমূল কংগ্রেসের অভিযোগ- প্রধানমন্ত্রীর সভা করতে প্রাচীন সব গাছ কাটা হয়েছে। তাই মঙ্গলবার গাছের চারা নিয়ে কৃত্রিম হেলিপ্যাডের কাছে হাজির হন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তাঁর সঙ্গে চারা গাছ হাতে সেখানে যান তৃণমূল কংগ্রেসের আরও কর্মী ও নেতারা। এরপর চলে বৃক্ষরোপণ। অসিত মজুমদার জানান, কীভাবে অনুমতি ছাড়া গাছ কাটা হল তা নিয়ে বন দফতরের কাছে অভিযোগ জানানো এখানেই শেষ নয়। ডানলপ ময়দানের যেখানে প্রধানমন্ত্রী সভা করেছেন সেখানেই আবার বুধবার জনসভা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে মাঠ শুদ্ধিকরণ অভিযান করে তৃণমূল কংগ্রেস। যার নেতৃত্ব দেন মন্ত্রী তপন দাশগুপ্ত থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদব এবং চূঁচূড়ার বিধায়ক অসিত মজুমদাররা। তবে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ থেকে অনেকটা দূরেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ। মূল মঞ্চের পাশেই থাকছে একটি ছোট মঞ্চ । ঠিক মঞ্চের পেছনে কয়েকশ মিটার দূরে তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য হেলিপ্যাড। বন্ধ ডানলপ ময়দানের জনসভা থেকে দীর্ঘকাল বন্ধ হয়ে থাকা প্রাচীন ঐতিহ্যশালী ডানলপ কারখানা প্রসঙ্গে সোমবার মোদি একটি শব্দও উচ্চারন করেন নি। আগামী কাল  সেই ময়দানেরই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ওই কারখানা প্রসঙ্গে কি বলেন সেদিকেই তাকিয়ে রয়েছে জেলাবাসী।