দিলীপ ঘোষের সভায় হামলা, গাড়ি লক্ষ্য করে চলল ইট নিক্ষেপ

  • শীতলকুচিতে দিলীপ ঘোষের সভায় হামলা
  • অভিযোগ, হামলাকারীরা তৃণমূল কর্মী ও সমর্থক
  • দিলীপ ঘোষের গাড়িতে ইট নিক্ষেপ
  • ভাঙা কাচের আঘাতে জখম হন দিলীপ ঘোষ

/ Updated: Apr 07 2021, 10:28 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কোচবিহারে শীতলকুচিতে দিলীপ ঘোষের জনসভায় হামলা। ঘটনায় অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার পথে একেবারে তৃণমূলের পতাকা হাতে নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির কাচ ভেঙে গিয়েছে দিলীপ ঘোষের। এদিন শীতলকুচিতে কাছাকাছি সময়ের মধ্যেই সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিলীপ ঘোষের। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার পরই শীতলকুচি কলেজের মাঠ সংলগ্ন এলাকায় তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। শীতলকুচি থেকে কোচবিহার যাওয়ার পথে সেই সংঘর্ষের মধ্যে পড়ে যান দিলীপ। বিজেপি রাজ্য সভাপতির দাবি, তাঁরা চাইলে আগেই ওই এলাকা দিয়ে বেরিয়ে যেতে পারতেন। কিন্তু, পুলিশই তাদের অনুরোধ করে একটু দাঁড়িয়ে যাওয়ার জন্য। আর তাতেই ঝামেলায় পড়েন দিলীপ ঘোষ ও তাঁর কনভয়ে থাকা ১০-১২টি গাড়ি।