'বাংলায় জিতবে বিজেপি, মমতার থেকে বেশি জনপ্রিয় মোদী', পিকে-র ভাইরাল অডিও ঘিরে হুলুস্থল

মমতার থেকে বাংলায় নাকি বেশি জনপ্রিয়তা নরেন্দ্র মোদী-র! এমনই বোমা ফাটাল এক ভাইরাল অডিও ক্লিপ। আর এই অডিও ক্লিপ-এ যিনি মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বাংলায় বেশি জনপ্রিয় নেতা বলে অভিহিত করেছেন তিনি আর কেউ নন- প্রশান্ত কিশোর।

/ Updated: Apr 10 2021, 02:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মমতার থেকে বাংলায় নাকি বেশি জনপ্রিয়তা নরেন্দ্র মোদী-র! এমনই বোমা ফাটাল এক ভাইরাল অডিও ক্লিপ। আর এই অডিও ক্লিপ-এ যিনি মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বাংলায় বেশি জনপ্রিয় নেতা বলে অভিহিত করেছেন তিনি আর কেউ নন- প্রশান্ত কিশোর। যদিও, অডিও ক্লিপে নাম থাকা প্রশান্ত কিশোরের সঙ্গে বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশলী উপদেষ্টা প্রশান্ত কিশোরের কোনও সংযোগ রয়েছে কি না তা প্রমাণিত হয়নি। অডিও ক্লিপগুলি বিজেপি-র আইটি সেলের প্রধান তথা পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে শেয়ারও করেছেন।  এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর প্রশান্ত কিশোর নিজে একটি টুইট করেছেন। সেখানে তিনি সরাসরি স্বীকার করেননি যে অডিওটি তাঁর। তবে, তিনি টুইটে লিখেছেন, ' বিজেপি আমার কথাকে তাদের নেতার থেকে বেশি গুরুত্ব দেওয়াটা তিনি উপভোগ করছেন। আর সেই সঙ্গে ফের একবার জানিয়ে দিতে চাই বিজেপি বাংলায় ১০০টি-রও বেশি আসন পার করতে পারবে না।' বাংলা জুড়ে ১০ এপ্রিল শুরু হয়েছে চতুর্থ দফার ভোটগ্রহণ। এবারের দফায় কলকাতার একটা অংশ এবং কলকাতর নিকটবর্তী শহরাঞ্চলে ভোট হচ্ছে। এমন সময়ে প্রশান্ত কিশোরের এই অডিও ক্লিপের প্রকাশ পাওয়টা রাজনৈতিক মহলে গুরুত্ব সহকারেই দেখা হচ্ছে। অডিও ক্লিপের মোদীকে মমতার থেকে বেশি জনপ্রিয় বলতে গিয়ে কোন যুক্তি খাড়া করেছেন প্রশান্ত কিশোর নামে ব্যক্তি? অডিও ক্লিপের প্রশান্ত কিশোর জানিয়েছেন, হিন্দুদের কাছে মোদীর জনপ্রিয়তার ধারে কাছে কেউ নেই। কারণ হিন্দু ভোটব্যাঙ্কের কাছে বিশাল জনপ্রিয়তা রয়েছে মোদীর। তার ধারেকাছে অন্য কোনও রাজনৈতিক নেতা এমনকী দেখা যাচ্ছে অন্তত ১০ শতাংশ এমন মানুষ রয়েছে যারা মোদীকে ভগবান বলে মনে করেন। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বাংলায় বিজেপি সরকারের সম্ভাবনার রাস্তাকে পরিষ্কার করে দিয়েছে। এছাড়াও রয়েছে দলিতদের ভোট।'