৬ ঘণ্টার প্রশিক্ষণ শেষে পাতে ডিম-কেক-কলা, রাগের চোটে খাবার বয়কট ভোটকর্মীদের

  • ভোটের ট্রেনিং খাবার নিয়ে তুলকালাম
  • মধ্যাহ্নভোজে ডিম কেক ও কলা টিফিনে ঝামেলা
  • মালদহের দুটি প্রশিক্ষণ কেন্দ্রে তুমুল হইচই 
  • খাবার বয়কট করেন ভোট কর্মীরা 
/ Updated: Feb 24 2021, 12:07 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আসছে ভোট। তাই সকাল থেকে চলছে ট্রেনিং! কেউ এসেছেন চা-খেয়ে, কেউ আবার সামান্য মুড়িটা মুখে দিয়ে। মনে করা গিয়েছিল ৬ ঘণ্টা ট্রেনিং-এর শেষে মধ্যাহ্নভোজে জুটবে পেট ভর্তি আহার। কিন্তু কোথায় সেটা। এতো ছোট ছোট খাবারের প্যাকেট। যা দেখে চক্ষু চড়কগাছ ভোটের ট্রেনিং নিতে আসা কর্মীদের। প্যাকেটে কী রয়েছে! জানা গেল একটি কলা, একটা স্লাইস কেকের প্যাকেট এবং একটা ডিম। এমন খাবারের বহর দেখে তেলেবেগুনে জ্বলে উঠলেন সকলে। মঙ্গলবার এই ছবি ধরা পড়েছে মালদহ জেলার মালদহ শহর এবং চাঁচলে। মালদহ অক্রমণী স্কুলে ছয়শো জনেরও বেশি ভোট কর্মী প্রশিক্ষণ নিচ্ছেন। এমন খাবারের বহর দেখে ক্ষিপ্ত হয়ে পড়েন সকলে। একই ছবি ধরা পড়ে চাঁচলের সিদ্ধেশ্বরী ইন্সিটিউশনে। সেখানেও প্রশিক্ষকদের সঙ্গে বাদানুবাদ হয় ভোটের ট্রেনিং নিতে আসাদের। মালদহ অক্রমণী স্কুলে ভোটের প্রশিক্ষণে থাকা আধিকারিকের দাবি, ১৭০ টাকা করে খাবারের জন্য বরাদ্দের নোটিস সোমবার বিকেলে এসেছে। এইটুকু সময়ের মধ্যে ওই বরাদ্দ মোতাবেক খাবারের আয়োজন করা অসম্ভব ছিল। তিনি দাবি করেন, মঙ্গলবার যে টিফিন ভোটের প্রশিক্ষণে দেওয়া হয়েছে তার জন্য কোনও অর্থ বারাদ্দ-ই করেনি নির্বাচন কমিশন। স্থানীয় জেলা প্রশাসন মানবিকতার খাতিরে ওই টিফিনের আয়োজন করতে পেরেছিল। তিনি এমন কথাও বলেন যে এই স্কুলে এতগুলো ঘরে ট্রেনিং চলছে, শুধুমাত্র একটি ঘরের প্রশিক্ষণ নিতে আসা কর্মীরাই গণ্ডগোল করছেন।