Asianet News BanglaAsianet News Bangla

খালি গলায় 'খেলা হবে' গান, নাচে-গানে মত্ত প্রৌঢ়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

  • ২০২১ নির্বাচনে ভাইরাল 'খেলা হবে' গান
  • খোদ মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় 'খেলা হবে'
  • এবার সেই খেলা হবে গানই গাইতে শোনা গেল এক প্রৌঢ়াকে
  • তাঁর সঙ্গেই নাচতেও দেখা গেল তাঁকে
May 3, 2021, 2:41 PM IST

২০২১ নির্বাচনে ভাইরাল 'খেলা হবে' গান। খোদ মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় 'খেলা হবে'। এবার সেই খেলা হবে গানই গাইতে শোনা গেল এক প্রৌঢ়াকে। তাঁর সঙ্গেই নাচতেও দেখা গেল তাঁকে। ২ মে যখন ভোট গণনায় তৃণমূল জিতছে ঠিক সেই সময় এই পৌঁঢ়ার ভিডিও পোস্ট করেন অভিনেতা তথা তৃণমূল কর্মী সৌরভ দাস। ভিডিও পোস্ট হওয়ার কিছু সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। 
 

Video Top Stories