Asianet News BanglaAsianet News Bangla

পাপিয়া অধিকারীর উপর হামলা, ক্যামেরা বন্দি হামলার মুহূর্তের ভিডিও

  • মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনে এক ভয়ঙ্কর ছবি ধরা পড়ে
  • বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপর হামলা 
  • উলুবেড়িয়ায় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা 
  • সেই ভিডিওই ক্যামেরা বন্দি হয় 
Apr 7, 2021, 11:40 AM IST

মঙ্গলবার তৃতীয় দফা নির্বাচনে এক ভয়ঙ্কর ছবি ধরা পড়ে। জেলায় জেলায় নির্বাচনের ব্যস্ততা যখন তুঙ্গে ঠিক সেই সময়েই বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপর হামলা চালায় দুষ্কৃতিরা। উলুবেড়িয়ায় তাঁর উপর হামলা চালে বলে অভিযোগ। সেই ভিডিও ক্যামেরা বন্দি হয়। তাঁকে রীতিমতন চড়-ঘুষি মারতে দেখা যায়। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।