বাঘমুন্ডিতে হাতির তান্ডব, হাতির সামনে পড়ে মৃত ১

  • পুরুলিয়ার বাঘমুন্ডিতে ফের হাতির তান্ডব
  • লোকালয়ে এসে হুলুস্থুল ঘটাল হাতির দল
  • শুক্রবার বিকেলে হাতির হানায় মৃত ১
  • এই নিয়ে হাতির হানায় ৩ জনের মৃত্যু হয়েছে
/ Updated: Jul 03 2021, 01:13 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পুরুলিয়ার বাঘমুন্ডির ঝালদায় ফের হাতির তান্ডব। লোকালয়ে এসে হুলুস্থুল ঘটাল হাতির দল। শুক্রবার বিকেলে হাতির হানায় মৃত ১। এই নিয়ে হাতির হানায় ৩ জনের মৃত্যু হয়েছে। হাতির তান্ডবে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। দিনের বেলা হাতি তাড়িয়ে দিলেও রাত হলেই আবার ঢুকে পড়ছে হাতির দল। অযোধ্যা পাহাড় সহ পাহাড় লাগোয়া বিস্তীর্ণ অংশে এখন শুধুই হাতির আতঙ্ক। গত ২৮ মে থেকে ২ জুলাই হাতির হামলায় মৃত্যু হয়েছে মোট তিন জনের। অযোধ্যার বাসিন্দা তথা বিজেপি আদিবাসী মোর্চার সাধারণ সম্পাদক কেদার সিং মুড়া জানান, যেভাবে পরপর হাতির হামলার ঘটনা ঘটছে তাতে সেখানকার সবাই আতঙ্কিত। বনদপ্তরের অবিলম্বে -এর স্থায়ী সমাধান করা উচিত। তা না হলে হাতির হামলার ঘটনা ঘটতেই থাকবে। পরপর এই হাতির হামলায় আতঙ্কে দিন কাটছে এখন সেখানকার মানুষদের।