Parrot: পাখি ধরতে গিয়ে ২৫টি টিয়াপাখি সহ পুলিশের জালে ১ চোরাশিকারি
ধানের ক্ষেতে জাল পেতে টিয়াপাখি ধরছিল বেশ কয়েকজন চোরাশিকারি। গ্রামবাসীরা এক চোরাশিকারিকে ধরতে পাড়লেও পালিয়ে যায় বাকিরা৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার চৌপুখরিয়া এলাকায়।
ধানের ক্ষেতে জাল পেতে টিয়াপাখি ধরছিল বেশ কয়েকজন চোরাশিকারি। গ্রামবাসীরা এক চোরাশিকারিকে ধরতে পাড়লেও পালিয়ে যায় বাকিরা৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার চৌপুখরিয়া এলাকায়। এদিন সকালে গ্রামবাসীরা ভোর বেলায় লক্ষ্য করেন কয়েকজন অচেনা ব্যাক্তি ক্ষেতে মধ্যে বসে রয়েছে। তারা কাছে গিয়ে দেখেন জমিতে জাল বিছিয়ে তারা টিয়াপাখি ধরছে। গ্রামবাসীরা একজনকে হাতেনাতে ধরে ফেলেন। খবর দেয় বনদফতরকে খবর পেয়ে বাগডোগরা বনবিভাগ ও বাগডোগরা থানার পুলিশ দিয়ে ধৃত চোরাশিকারিকে গ্রেফতার করে।বনদফতর সুত্রে জানা গিয়েছে, ২৫টি টিয়াপাখি তারা উদ্ধার করে। উদ্ধার হওয়া টিয়া পাখির মধ্যে বেশীর ভাগ পাখী আহত অবস্থায় রয়েছে। তাদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে।