পবিত্র মহরমের আবহে মন খারাপ করা ঘটনা, মালদহে শোভাযাত্রায় তড়িদাহত ১০
এদের সকলকেই আরও ভালো চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এই ঘটনায় মহরম-কে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষরা কার্যত বাকরুদ্ধ।
মহরমের শোভাযাত্রায় তড়িদাহতের ঘটনা। যার জেরে আহত হলেন ১০ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে এই ঘটনা ইংরেজবাজার থানার মিলকি আটগামা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে মহরমের শোভাযাত্রা নিয়ে বের হয় স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষ। সেই সময় শোভাযাত্রায় থাকা জলুসের একটা অংশ গিয়ে বিদ্যুতের হাইভোল্টেজ তারে লাগে। কিছু বুঝে ওঠার আগেই তড়িদাহত হন ১০ জন। তড়িঘড়ি করে এদের মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। এদের সকলকেই আরও ভালো চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তর করার পরামর্শ দিয়েছেন মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। এই ঘটনায় মহরম-কে ঘিরে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষরা কার্যত বাকরুদ্ধ। এমনিতে মহরম কখনই উৎসব বলে গণ্য হয় না, একে বরং আত্মবলিদানের দিন বলে গণ্য করা হয়। তবে এই দিনটি মুসলিম সম্প্রদায়ের সকলের কাছেই পবিত্র। এমন এক দিনে এই ঘটনা স্বাভাবিকভাবেই শোকের আবহ তৈরি করেছে এলাকায়।