Asianet News BanglaAsianet News Bangla

'যশ'মোকাবিলায় হলদিয়ায় অজগর আলির নেতৃত্বে প্রস্তুত ২০০ জনের বিপর্যয় মোকাবিলা দল

May 24, 2021, 8:30 PM IST

বঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় 'যশ'। যার জেরে ক্ষতির সম্ভবনা রয়েছে হলদিয়ায়। আমফানেও ব্যপক ক্ষতি হয়েছিল শিল্পশহর হলদিয়ার। এবার তাই আগে থাকতেই বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই সেখানে পৌঁছিয়ে গিয়েছে এমআরডিএফ দল। মাইকিং করে সেখানে চলছে সতর্কতা। অজগর আলির নেতৃত্বে সেখানে প্রস্তুত ২০০ জনের বিপর্যয় মোকাবিলা দল। খাদ্য এবং জলেরও যোগান রাখা হচ্ছে সেখানে। 

Video Top Stories