শিশু বিক্রি চক্রের পর্দা ফাঁস, কলকাতা থেকে গ্রেফতার হয়েছে ৮

এবার সামনে এল আন্তরাজ্য শিশু বিক্রি চক্র। কলকাতার বিভিন্ন স্থানে হানা দিয়ে বেশ কয়েকজন গ্রেফতার। গ্রেফতার করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। ঘটনার সূত্রপাত দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকায়। 

/ Updated: Apr 16 2022, 08:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আন্তঃরাজ্য শিশু বিক্রি চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। কলকাতার বিভিন্ন স্থানে হানা দিয়ে চক্রে জড়িত পান্ডা সহ বেশ কয়েকজন মহিলা এবং পুরুষকে গ্রেফতার করেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানা এলাকায়। গত রবিবার সেখানেই সদ্যোজাত একটি শিশুকে বিক্রির চেষ্টার সময় স্থানীয়দের হাতে ধরা পড়ে এক ব্যক্তি ও এক মহিলা। সেই সময় তাদের সঙ্গে থাকা আরও দুইজন পালিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে ওই ঘটনার একাধিক যোগসূত্র উদ্ধার করে। দেখা যায়, বরানগর, হিন্দমোটর, কলকাতার বড়বাজার সহ একাধিক জায়গায় ছড়িয়ে থাকা একটি চক্রের সদস্যরা গোটা ঘটনার পিছনে রয়েছে। এরপরই দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ, বরানগর পুলিসের সহযোগিতায় সেখান থেকে দু’জনকে গ্রেপ্তার করে। এরপর এই ঘটনার সঙ্গে যুক্ত আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ এদের মধ্য ৫ জন মহিলা ও এক জন পুরষ রয়েছে, এই ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার হয়েছে ৮ জন। শিশু চুরির ঘটনায় ধৃত আটজনকে পুলিশি জেরা করে ঘটনার মূলে পৌঁছাতে চেষ্টা করছে। এদিন পতিরাম থানায় ধৃতদের জেরা করতে আসেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ জেলা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।পাশাপাশি শিশু বিক্রির ক্ষেত্রে বিক্রি এবং শিশু কেনার ঘটনা কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হলেও পতিরাম এলাকায় কেন তারা এসেছিলেন সে নিয়ে যেমন পুলিশের মধ্যে প্রশ্ন উঠেছে একইভাবে সেখানকার বাসিন্দাদের মধ্যে প্রশ্ন উঁকি দিচ্ছে। ধৃত ছয়জনকে শুক্রবার দুপুরে বালুরঘাট জেলা আদালতে তোলে পতিরাম থানার পুলিশ। অপরদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পতিরামে।