ভারত-বাংলাদেশ সীমান্তে জগদ্ধাত্রী পুজো, প্রায় ৮৫ বছরের পুরোনো এই পুজো করে আসছে মহিলারাই

  • ভারত-বাংলাদেশ চলছে সীমান্তে জগদ্ধাত্রী পুজো
  • প্রায় ৮৫ বছরের ধরে চলে আসছে এই পুজো
  • মহিলাদের পরিচালনায় হয় এই পুজো
  • এক নজরে দেখে নিন ভিডিও
     
/ Updated: Nov 24 2020, 04:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলার অনেক জায়গাতেই চলছে এখন জগদ্ধাত্রী পুজো। আর এই জগদ্ধাত্রী পুজোতেই মেতেছে এখন ভারত-বাংলাদেশ সীমান্তের এক গ্রাম। সেখানে প্রায় ৮৫ বছর ধরে চলে আসছে এই পুজো। সেখানকার কৃষ্ণগঞ্জ থানার বানপুর ফুলবাড়ী পোড়ামাতলায় হচ্ছে এই পুজো। মহিলারাই এই পুজোর আয়োজন করেন সেখানে। নবমীর দিন শুরু হয় সেখানে পুজো। এক দিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী এই চার দিনের পুজো হয়। সোমবার দশমি হলেও একদিন পরে অর্থাৎ মঙ্গলবার পুজোর ভাসান হবে সেখানে। সেখানে পুজোর বাজার থেকে শুরু করে মায়ের ভাসান সবটাই মহিলারাই করেন। সীমান্তে গ্রামের পুজোয় মেতে উঠেছে এখন গোটা গ্রাম।