বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি, থানার নাকের ডগায় শ্যুটআউট রায়গঞ্জে , দেখুন ভিডিও
- উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা
- সাতসকালে বাড়িতে ঢুকে ব্যবসায়ীর উপরে হামলা
সাতসকালে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করল একদল দুষ্কৃতী। রবিবার সকাল আটটা নাগাদ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরে। আহত ব্য়বসায়ীর নাম প্রকাশ আগরওয়াল। রায়গঞ্জের ১৫ নম্বর ওয়ার্ডের কুমারডাঙি এলাকায় থাকতেন ওই ব্যবসায়ী। তাঁর পরিবারের কাপড় এবং সোনার ব্যবসা রয়েছে। এ দিন সকালে রায়গঞ্জ থানা থেকে মাত্র দুশো মিটার দূরে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় ছ' জনের দুষ্কৃতী দল। প্রথমে ব্যবসায়ীকে মারধর করে তারা। পালাতে গেলে তাঁর বুক লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর পরে হেঁটেই এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যবসায়ীকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। ওই ব্যবসায়ীর বাড়ি থেকে চার কিলোমিটার গেলেই বিহারে ঢুকে পড়া সম্ভব। দুষ্কৃতীরা সেই পথেই পালিয়েছে বলে অনুমান পুলিশের। ব্যবসায়ীর পরিবারের দাবি, দুষ্কৃতীদের কাউকেই তাঁরা চিনতে পারেননি। কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের অনুমান, এর পিছনের সুদের কারবার অন্যতম কারণ হতে পারে।