মাটির ঢিবি থেকে বেরিয়ে আসছে হিসহিসানি শব্দ, তারপর কী হল, দেখলে শিউরে উঠবেন

  • রায়গঞ্জের চন্ডীতলা থেকে উদ্ধার হল বিশালাকার গোখরো
  • গোখরো সহ ৩৫ টি ডিম উদ্ধার হয়েছে সেখান থেকে
  • সাপটিকে দেখা মাত্রই খবর যায় পিপল ফর অ্যানিমেলস -এ
  • খবর পেয়ে সংস্থার সদস্য এসে সাপটিকে উদ্ধার করে

/ Updated: Jul 02 2021, 12:55 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রায়গঞ্জের চন্ডীতলা থেকে উদ্ধার হল বিশালাকার গোখরো। গোখরো সহ ৩৫ টি ডিম উদ্ধার হয়েছে সেখান থেকে। সাপটিকে দেখা মাত্রই খবর যায় পিপল ফর অ্যানিমেলস -এ। খবর পেয়ে সংস্থার সদস্য এসে সাপটিকে উদ্ধার করে। ডিম গুলিও সেখান থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রায়গঞ্জ শহরের চন্ডীতলায় ছবি দেবনাথ -এর ঘরের ঠিক পাশেই একটি মাটির ঢিবিতে বাসা বেঁধেছিল সেই গোখরো সাপটি।  সাপটিকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁর প্রতিবেশীরা। পিপল ফর এনিমেলসে খবর গেলে তারা গিয়ে সাপটিকে উদ্ধার করে। গোখরো সাপটিকে কুলিকের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।