করোনা কেড়েছিল কাজ, আর্থিক অনটনে আত্মঘাতী দম্পতি

  • দম্পতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুরের নিমপুরায়
  • স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পায় তাদের দেহ
  • তারাই খবর দেয় খড়গপুর টাউন থানায়

/ Updated: Oct 09 2020, 08:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দম্পতির মৃত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় খড়গপুরে। শুক্রবার সকালে সেখানকারই টাউন থানার নিমপুরা রেলওয়ার্ডের একটি ফাঁকা জায়গায় পড়ে থাকতে দেখা যায় তাদের দেহ। দম্পতিকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারাই খবর দেয় খড়গপুর টাউন থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সূত্রের খবর, লকডাউনের আগে অন্ধপ্রদেশের ভেনকট রাও (৪২) ও তাঁর স্ত্রী সীতালক্ষ্মী (৩২) নিমপুরায় এসে থাকা শুরু করেন। তাঁরা ভেবেছিলেন লকডাউন উঠলে সব স্বাভাবিক হলে কাজে ফিরে নতুন জীবন শুরু করবেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় কাজ হারিয়ে আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন এই দম্পতি। শেষমেষ বিষ খেয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা মনে করছেন। খড়গপুর টাউন থানার পুলিশেরও অনুমান আর্থিক অবস্থা ভালো না থাকার কারণেই আত্মহত্যা করেছেন দুজন। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে মৃত্যুর সঠিক কারণ।