মাথায় কৌটো নিয়ে ৭ দিন, গ্রামবাসীদের চেষ্টায় মুক্তি পেল সারমেয়

৭ দিন ধরে এভাবেই জীবন কাটছিল এই সারমেয়ে-র। মাথাটর মধ্যে আস্ত একটা প্লাস্টিকের কৌটো। খাবারের লোভে মুখ ঢোকানো এই কৌটোতে। ব্যাস! যা হওয়ার তাই হয়ে গেল। মাথার মধ্যে আস্ত একটা কৌটো নিয়ে সমানে দৌঁড়ে বেরনো। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বালা গ্রামে।

/ Updated: Jan 19 2022, 06:57 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৭ দিন ধরে মাথায় প্লাস্টিকের কৌটো নিয়েই জীবন কাটছিল এক সারমেয়ে-র। মাথাটর মধ্যে আস্ত একটা প্লাস্টিকের কৌটো। খাবারের লোভে মুখ ঢোকানো এই কৌটোতে। ব্যাস! যা হওয়ার তাই হয়ে গেল। মাথার মধ্যে আস্ত একটা কৌটো নিয়ে সমানে দৌঁড়ে বেরনো। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণার বালা গ্রামে। ৭ দিন ধরে গ্রামের মানুষও বহু চেষ্টা করেছে সারমেয়টিকে ধরার। কিন্তু, আতঙ্কে সে পালিয়ে গিয়েছে। কখনও গ্রামের আলু ক্ষেতে, আবার কখনও গ্রামের জঙ্গল-বাদারে ঢুকে গিয়েছে। শেষমেশ বুধবার কুকুরটিকে একটি পুকুরপারে ধরে ফেলেন গ্রামবাসীরা। একটি জাল দিয়ে তাকে বন্দি করা হয়। এরপর সকলে মিলে মাথা থেকে টেনে কৌটোটা খুলে ফেলেন। ৭ দিনের কৌটোর বন্দিদশা থেকে অবশেষে মুক্তি ঘটে সারমেয়টি-র। এদিকে, কৌটোর বন্দিদশা থেকে মুক্তি পেয়েই ছুট লাগায় সারমেয়টি। তার দৌড় দেখে রীতিমতো হাসিতে ফেটে পড়েন গ্রামবাসীদের দল।