Asianet News BanglaAsianet News Bangla

মাছের ধরতে গয়ে জালে ধরা পড়ল ডলফিন, তারপর কী হল, দেখে নিন

Jun 30, 2021, 12:41 PM IST

বিরল প্রজাতির এক ডলফিন ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালী নদী থেকে ধরা পড়ে ডলফিনটি। কুন্দখালির পাঁচু সরদার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন। বুধবার সকালে জাল তোলার সময় দেখতে পান ডলফিন আটকে রয়েছে তাঁর জালে। তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসলে তা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। কুলতলি থানায় এবং বনদপ্তরে খবর দেওয়া হয়। তারা এসে ডলফিনটিকে মৃত বলে ঘোষণা করে। 

Video Top Stories