মাছের ধরতে গয়ে জালে ধরা পড়ল ডলফিন, তারপর কী হল, দেখে নিন

  • বিরল প্রজাতির ডলফিন ধরা পড়ল মৎস্যজীবীদের জালে
  • বুধবার সকালে পিয়ালী নদী থেকে ধরা পড়ে ডলফিনটি
  • সঙ্গে সঙ্গে পুলিশ এবং বনদপ্তরে খবর দেওয়া হয়
  • বনদপ্তরের কর্মী এসে মাছটিকে মৃত বলে ঘোষণা করেন 
/ Updated: Jun 30 2021, 02:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বিরল প্রজাতির এক ডলফিন ধরা পড়ল মৎস্যজীবীদের জালে। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীর কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত পিয়ালী নদী থেকে ধরা পড়ে ডলফিনটি। কুন্দখালির পাঁচু সরদার মঙ্গলবার রাতে বাড়ির পাশে পিয়ালি নদীতে জাল পাতেন। বুধবার সকালে জাল তোলার সময় দেখতে পান ডলফিন আটকে রয়েছে তাঁর জালে। তড়িঘড়ি সেটিকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসলে তা দেখতে এলাকার মানুষের ভিড় জমে যায়। কুলতলি থানায় এবং বনদপ্তরে খবর দেওয়া হয়। তারা এসে ডলফিনটিকে মৃত বলে ঘোষণা করে।