মাটিয়া ধর্ষণ কাণ্ডের তদন্তে ঘটনাস্থলে ৪ সদস্যের ফরেনসিক দল

বসিরহাটের মাটিয়া ধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। বুধবার এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে যান ৪ সদস্যের ফরেনসিক দল। সেখানে গিয়ে প্রায় এক ঘন্টা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। নির্যাতিতার গ্রাম নেহালপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা।

/ Updated: Mar 30 2022, 04:27 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসিরহাটের মাটিয়া ধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু হয়েছে। বুধবার এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে যান ৪ সদস্যের ফরেনসিক দল। সেখানে গিয়ে প্রায় এক ঘন্টা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা। নির্যাতিতার গ্রাম নেহালপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন। এই ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। কলকাতা থেকে ফরেনসিক আধিকারিক অভিজিৎ মন্ডলের নেতৃত্বে চার প্রতিনিধি দল প্রথমে মাটিয়া যান। সেখানে থেকে পুলিশ আধিকারিক অভিজিৎ সিনহা মহাপাত্র, তাপস ঘোষ এর নেতৃত্বে বিবেক নগর কলুতলা ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে প্রায় একঘন্টা সরেজমিনে খতিয়ে দেখেন, প্রথমে পুরো এলাকাটাকে চিহ্নিত করে। পাশাপাশি একটি ভিডিওগ্রাফি করেন। সেখন থেকে মাটিও সংগ্রহ করেন তাঁরা। পাশাপাশি নির্যাতিতার গ্রাম নেহালপুরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, এদিন এই ঘটনার মূল পান্ডা পিসি রোজিনা বিবি যে এখন পুলিশ হেফাজতে রয়েছে তাঁর বোন কাঁদতে কাঁদতে বলেন যে অন্যায় করেছে ধরা পড়েছে, একটা মেয়ে হয়ে কিভাবে একটা ছোট শিশুর নির্যাতনের ঘটনা পরিকল্পনা করল। দিদির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।