রাস্তা হারিয়ে দিশেহারা ১০ হাতির তাণ্ডব চলল লোকালয়ে
রাস্তা হারিয়ে দিশেহারা দশটি দাঁতাল হাতির তাণ্ডব। হাতির দলটি সপ্তাহ খানেক আগেই ঢুকে পড়ে সারেঙ্গার জঙ্গলে। হাতির দলটিতে ৩টি শাবকও রয়েছে। বৃহস্পতিবার সকালে হাতির দলটি ঢুকে পড়ে ছাতনায়। হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়ায় ছাতনায়।
রাস্তা হারিয়ে এবার দিশেহারা হয়ে পড়ল দশটি হাতির একটি দল। সপ্তাহ খানেক আগেই তিনটি শাবক সহ এই হাতির দলটি পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে ঢুকে পড়ে সারেঙ্গার জঙ্গলে। এরপর থেকেই রাস্তা হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়ে সিমলাপাল, রতনপুর হয়ে বৃহঃস্পতিবার সকালে হাজির হয়েছে ছাতনায়। কিছুদিন আগে খাবারের খোঁজে সারেঙ্গায় প্রবেশ করেছিল হাতির দলটি। বাঁকুড়া জেলায় প্রবেশের পর থেকেই হাতির দলটি ক্রমশ উত্তরমূখী হয়ে পড়ে। এরপর থেকে লাগাতার ভাবে হাতির দলটিকে ফের পশ্চিম মেদিনীপুরে পাঠানোর চেষ্টা চালায় বন দফতর। হুলা পার্টির লাগাতার চেষ্টাকে ব্যার্থ করে হাতির দলটি সিমলাপাল, ইন্দপুর হয়ে গতকাল সন্ধ্যায় পৌঁছে যায় বাঁকুড়া শহরের উপকন্ঠে। শহরে যাতে হাতির দল ঢুকে পড়ে তারজন্য মরিয়া চেষ্টা চালায় বন দফতর। পরে হাতির দলটি হুলা পার্টির তাড়া খেয়ে ছাতনার দিকে অগ্রসর হয়। বৃহঃস্পতিবার সকালেই ছাতনা লাগোয়া এলাকায় পৌঁছে যায় হাতির দলটি। এদিকে সাত সকালেই জনবহুল ছাতনা এলাকার অদূরে হাতির দল পৌঁছে যাওয়ায় এলাকায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বন দফতর জানিয়েছে হাতির হাত থেকে জীবন ও ফসলহানী এড়াতে সবদিক থেকে তৈরী আছে বনদফতর।