২৪ বছর ধরে সন্তান স্নেহে যুগল কিশোরের পরিচর্যা, ৮২-তেও কর্মে অবিচল 'সেতুদাদু'
রাজ্যে প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষ করে সিএএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদের জেরে ভাঙচুর হয়েছে বহু সরকারি সম্পত্তি, তখন নজির গড়লেন ৮২ বছরের এক বৃদ্ধ। দীর্ঘ ২৪ বছর ধরে নিয়মিত একটি নদী ব্রিজের পরিচর্যা করে চলেছেন বছর ৮২-র রাজকুমার পাল।
রাজ্যে প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্টের ঘটনা প্রায়শই ঘটে থাকে। বিশেষ করে সিএএ এবং এনআরসি নিয়ে প্রতিবাদের জেরে ভাঙচুর হয়েছে বহু সরকারি সম্পত্তি, তখন নজির গড়লেন ৮২ বছরের এক বৃদ্ধ। দীর্ঘ ২৪ বছর ধরে নিয়মিত একটি নদী ব্রিজের পরিচর্যা করে চলেছেন বছর ৮২-র রাজকুমার পাল। প্রাক্তন শিক্ষক রাজকুমার পালের উদ্যোগেই নদিয়ার ধানতলা থানার আড়ংঘাটায় চূর্ণি নদীর উপর এই ব্রিজটি গড়ে ওঠে। নব্বই দশকে এই ব্রিজ তৈরির প্রধান উদ্যোক্তা ছিলেন রাজকুমার পাল। এরজন্য তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর কাছে দরবারও করেন এই বৃদ্ধ শিক্ষক। দীর্ঘ লড়াইয়ের পর আসে সাফল্যও। তৈরি হয়েছে যুগল কিশোর সেতু। আর সেই সেতুকে নিজের সন্তান স্নেহে এখন নিয়মিত পরিচর্যা করে চলেছেন রাজকুমার পাল। এলাকার ছোটদের কাছে তাই সেতুদাদু হিসাবেই আজ পরিচিত রাজকুমার।