পুরুলিয়ার জঙ্গল থেকে লোকালয়ে অতিকায় ময়াল, তারপর কী হল, দেখে নিন
- জঙ্গল থেকে লোকালয়ে ময়াল
- পুরুলিয়ার ধানাড়া গ্রামের ঘটনা
- ময়ালটি ৮ থেকে ১০ ফুট লম্বা
- ওজন প্রায় ১৫ কেজি
- সাপটিকে দেখতে জমে ভিড়
বিশালাকার ময়াল উদ্ধার হল পুরুলিয়ায়।পুরুলিয়ার মানবাজার ১নাম্বার ব্লকের ধানাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙাম্যেটা ফুটবল ময়দানের বিপরীতে এক চাষের জমি থেকে উদ্ধার হয় এক পূর্ণ বয়স্ক ময়াল। উদ্ধার হওয়া পাইথনটি ৮ থেকে ১০ ফুট লম্বা ওজন প্রায় ১৫ কেজি। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার বনগড়া গ্রামের বাসিন্দা সতীশ টুডু জমিতে লাঙ্গল দেবার সময় সাপটিকে দেখতে পান। জানাজানি হতেই ভিড় জমায় মানুষ। পরে খবর দেওয়া হয় বনদফতরে। মানবাজার বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। মানবাজার বনবিভাগের রেঞ্জার অশোক চক্রবর্তী জানান, সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।