দিঘার সমুদ্রে হদিশ মিলল বিরল প্রজাতির মাছের, দেখুন ভিডিও

  • দিঘার সমুদ্রে বিরল প্রজাতির মাছ
  • চিল শঙ্কর মাছ ধরা পড়ল মৎস্যজীবীদের জালে
  • মাছটির ওজন প্রায় ৭০০ কেজি
  • স্থানীয় বাজার থেকে মাছটি কিনল কলকাতার একটি কোম্পানি

/ Updated: Dec 12 2019, 02:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফের দিঘা সমুদ্রে হদিশ মিলল বিরল প্রজাতির মাছে। বৃহস্পতিবার সকালে যথারীতি সমুদ্রের মোহনায় ট্রলার নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। জালে ধরা পড়ে বিরল প্রজাতির একটি চিল শঙ্কর মাছ। মাছটির ওজন ৭০০ কেজির মতো। মৎস্যজীবীরা যখন মাছটিকে বাজারে নিয়ে আসেন, তখন শোরগোল পড়ে যায়। দাম ওঠে ২৪ হাজার টাকারও বেশি। নিলাম বিরল প্রজাতির মাছ কলকাতার একটি কোম্পানি কিনে নিয়েছে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগেই সমুদ্র জোয়ারে দিঘার সৈকত আছড়ে পড়েছিল প্রায় এক কেজি ওজনের একটি আস্ত ইলিশ মাছ। পাড়ে রীতিমতো লাফাচ্ছিল মাছটি। কর্তব্যরত এক পুলিশকর্মী মাছটি ধরে নিয়ে যান।