জামাইষষ্ঠীর প্রস্তুতিতে তৈরি হচ্ছে রকমারি সামগ্রী, তাতেও কোপ করোনার
- বাঙালিদের বারো মাসে তেরো পার্বন, তারই মধ্যে জামাই ষষ্ঠী একটি বিশেষ দিন
- জামাইষষ্ঠীর সামগ্রীর মধ্যেই থাকে ডালি,কুলো এবং হাতপাখা
- জামাইষষ্ঠীর আগে এই সমস্ত সামগ্রী তৈরিতেই ব্যস্ত এখন শিল্পীরা
- তবে করোনার জেরে এখন চিন্তায় রয়েছেন শিল্পীরা
বাঙালিদের বারো মাসে তেরো পার্বন। তারই মধ্যে জামাই ষষ্ঠী একটি বিশেষ দিন। জামাইষষ্ঠীর সামগ্রীর মধ্যেই থাকে ডালি,কুলো এবং হাতপাখা। এই সমস্ত সামগ্রী ছাড়া একেবারেই অসম্পূর্ণ জামাইষষ্ঠী। জামাইষষ্ঠীর আগে এই সমস্ত সামগ্রী তৈরিতেই ব্যস্ত এখন শিল্পীরা। কালিয়াগঞ্জের বৈদল গ্রামের শিল্পীরা এখন খুবই ব্যস্ত। জামাইষষ্ঠীর আগে জোর কদমে চলছে তাদের কাজ। তবে করোনার জেরে এখন চিন্তায় রয়েছেন শিল্পীরা। করোনার আবহে বিক্রি তেমন নেই, জানাচ্ছেন শিল্পীরা। তবুও কিছুটা আশা নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোর কদমে চলছে এখন তাদের কাজ।