নিয়োগ দুর্নীতিতে যোগসাজশের সন্দেহে গ্রেফতার এক মহিলা, ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি
উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর কুলিয়াগড় এলাকা থেকে রুমা মজুমদার নামে এক মহিলাকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। তার বাড়ি থেকে প্রচুর অ্যাডমিট কার্ড ও মার্কশিট পাওয়া গেছে । ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব বিজেপি
উত্তর ২৪ পরগনার শিবদাসপুর থানার অন্তর্গত মামুদপুর কুলিয়াগড় এলাকা থেকে রুমা মজুমদার নামে এক মহিলাকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ। তার বাড়ি থেকে প্রচুর অ্যাডমিট কার্ড ও মার্কশিট পাওয়া গেছে | কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা সত্ত্বেও কেন ওই মহিলাকে পুলিশ গ্রেফতার করল, সেই প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির। তবে কি তদন্ত ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ, এই সন্দেহ প্রকাশও করেছে বিজেপি। ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা।