কপালগুণে কোটিপতি, প্রাণের ভয়ে মালদহের কৃষক সন্তান, দেখুন ভিডিও

  • লটারিতে এক কোটি টাকা জিতলেন মালদহের যুবক
  • কৃষক পরিবারের সন্তান অসীম সমাদ্দার 
  • লটারি জয়ে পর থেকেই আতঙ্কে দিন কাটছিল
     

/ Updated: Dec 27 2019, 08:11 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

লটারির টিকিট কাটার অভ্যাস ছিল। হঠাৎ করেই ভাগ্য পরীক্ষার জন্য কেটে ফেলেছিলেন একটি টিকিট। আর তাতেই বদলে গেল জীবন। কিন্তু ভাগ্য বদলে দেওয়া সেই লটারির টিকিট যে কোটি টাকার সঙ্গে সঙ্গে গোটা পরিবারের খাওয়া- ঘুমও উড়িয়ে দেবে, তা ভাবতে পারেননি মালদহের হবিবপুরের দল্লা গ্রামের বাসিন্দা অসীম সমাদ্দার। পেশায় দরিদ্র কৃষক পরিবারের সন্তান বছর তিরিশের যুবক অসীম বিএ পাশ করেছেন। তার পরথেকে সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার পাশাপাশি বাবা- মায়ের সঙ্গে চাষের কাজও করেন তিনি। গত ২১ ডিসেম্বর কিছুটা শখেই লটারির একটি টিকিট কেটেছিলেন অসীম। আর তাতেই বাজিমাত। লটারির প্রথম পুরস্কার বাবদ এক কোটি টাকা জেতেন ওই যুবক। 

এর পর থেকেই চিন্তায় নাওয়া- খাওয়া ভুলে যান অসীম এবং তাঁর বাবা- মা অধীর ও অঞ্জলি সমাদ্দার। তাঁদের আশঙ্কা ছিল, লটারি জেতার কথা জানাজানি হলে কেউ টিকিটের লোভে ছেলের ক্ষতি করতে পারে। শেষ পর্যন্ত অবশ্য পুলিশই লটারি বিজেতার খোঁজ শুরু করে। সোমবার রাতে হবিবপুর থানায় গিয়ে লটারি জেতার কথা জানায় অসীমের পরিবার। পুলিশের থেকে আশ্বাস পাওয়ার পর অনেকটাই নিশ্চিন্ত তাঁরা। অসীমকে দেখতে গ্রামবাসীরাও ভিড় জমাচ্ছেন তাঁর বাড়িতে। ভাগ্যবান যুবক বলছেন, লটারির জেতা টাকায় বাড়ি পাকা করবেন তিনি। বাবা- মাকেও আর চাষের কাজ করতে দেবেন না।