Malda News : পৈত্রিক সম্পত্তি দখল, মারধর ও খুনের চেষ্টার অভিযোগ কাকু কাকিমার বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের
৫৭ বছর বয়সেও বিয়ে করতে চাইছে বাবা, কাকু কাকিমাদের মতামতে বিয়ে করবে বাবা,আর সন্তানদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাশাপাশি মারধর ও খুনের চেষ্টার অভিযোগ কাকু কাকিমার বিরুদ্ধে, থানায় অভিযোগ দায়ের |
সন্তানদের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাশাপাশি মারধর ও খুনের চেষ্টার অভিযোগ | অভিযোগ কাকু কাকিমার বিরুদ্ধে | ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মালিওর এলাকার রাঘবপুরের | মা মারা গেছে তিন মাস আগে, প্রায় ৫৭ বছর বয়সেও বিয়ে করতে চাইছে বাবা | সম্পত্তি হাতানোর জন্য কাকু কাকিমারা বাবা কে বিয়ে দিতে চাইছে বলে অভিযোগ মেয়ের | বড় মেয়ে বাবার বাড়ি গেলে তার কাকু কাকিমা সেখানে তার প্রতি চড়াও হয় | লাঠি ,শাবল দিয়ে আঘাত করে বলেও অভিযোগ |