পাবজি -র প্রতি আসক্তি বাড়াচ্ছে আতঙ্ক, কী জানাচ্ছে চিকিৎসক, দেখে নিন

পোকেমন গো থেকে ব্লু হোয়েল। মোবাইল গেমের প্রতি আসক্তি এর আগেও প্রাণ করেছে অনেক কিশোর কিশোরীদের। রবিবার আরও একবার তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হয়েছে চন্ডীপুর থানার সুলতানপুর গ্রামের মানুষদের। গেমের প্রতি আসক্তি মানুষকে যে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে এ যেন তারই এক উদাহরণ। সেখানে নিজের দাদাকে খুন করে আত্মঘাতী হয় এক যুবক। ওই যুবক মারধর করে তার মা -কেও। এই নিয়েই ডঃ সুব্রত চক্রবর্তী জানালেন এ বিষয়টি নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। পাশাপাশি অভিভাবকদেরও  সতর্ক হতে হবে বলে জানালেন তিনি।

/ Updated: Jul 23 2021, 04:45 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পোকেমন গো থেকে ব্লু হোয়েল। মোবাইল গেমের প্রতি আসক্তি এর আগেও প্রাণ করেছে অনেক কিশোর কিশোরীদের। রবিবার আরও একবার তেমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে হয়েছে চন্ডীপুর থানার সুলতানপুর গ্রামের মানুষদের। গেমের প্রতি আসক্তি মানুষকে যে কতটা ভয়ঙ্কর করে তুলতে পারে এ যেন তারই এক উদাহরণ। সেখানে নিজের দাদাকে খুন করে আত্মঘাতী হয় এক যুবক। ওই যুবক মারধর করে তার মা -কেও। এই নিয়েই ডঃ সুব্রত চক্রবর্তী জানালেন এ বিষয়টি নিয়ে বিশেষ পদক্ষেপ নেওয়া উচিত সরকারের। পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক হতে হবে বলে জানালেন তিনি।