বাম-কংগ্রেস জোটকে শক্তিশালী করার বার্তা অধীরের, দেখুন ভিডিও

  • বামেদের সঙ্গে জোট করেও উপনির্বাচনে ভরাডুবি কংগ্রেসের
  • আগামী দিনে জোটকে আরও শক্তিশালী করার বার্তা অধীর চৌধুরীর
  • বাংলায়  বিজেপি-এর সাম্প্রদায়িক দলের জায়গা নেই
  • মন্তব্য বহরমপুরের সাংসদের

/ Updated: Nov 28 2019, 07:27 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


রাজ্যে উপনির্বাচনে বামেদের সঙ্গে জোট করেও বিশেষ লাভ হয়নি। বরং উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনটি হাতছাড়া হয়ে গিয়েছে। তবে বাংলায় জোটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী কংগ্রেসের পরিষদীয় দলনেতা অধীর চৌধুরী। বহরমপুরে সাংসদের বক্তব্য, 'বাম-কংগ্রস জোট এখন প্রাথমিক পর্যায়ে আছে। আগামী দিনে জোটকে শক্তিশালী করতে পারলে ভোটে ভালো ফল হবে।'  বিজেপিকে তাঁর কটাক্ষ, 'বাংলায় বিজেপি-এর মতো সাম্প্রদায়িক দলের কোনও জায়গা নেই। লোকসভা ভোটে হাওয়া ক'টা আসন পেয়েছে গেরুয়াশিবির।' এই বিজেপির এই উত্থানের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়েরই অবদান আছে বলেও মন্তব্য করেছেন অধীর চৌধুরী।