ত্রাহি ত্রাহি রব ব্রাহ্মণী গ্রামে, প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের, দেখুন ভিডিও
- মুর্শিদাবাদের নিহত শ্রমিকদের বাড়িতে অধীর চৌধুরী
- প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ
কাশ্মীরে পাঁচ বাঙালি শ্রমিকের হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর দফতরে চিঠি লিখলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। নিহত শ্রমিকদের পরিবার যাতে উপযুক্ত ক্ষতিপূরণ পায়, সেই দাবি তুলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা। এর পাশাপাশি মুর্শিদাবাদ জেলার যে বাসিন্দারা যথাযথ নিরাপত্তার দাবি তুলেছেন অধীর। এ দিন সাগরদিঘির ব্রাহ্মণী গ্রামে নিহত শ্রমিকদের বাড়িতে গিয়ে তাঁদেপ পরিবারকে সমবেদনা জানান কংগ্রেস সাংসদ। নিহতদের পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছেও দাবি জানিয়েছেন তিনি।
অধীরবাবু জানান, ওই গ্রামেরই আরও অন্তত পঁচিশজন বাসিন্দা কাশ্মীরে কর্মরত রয়েছেন। মঙ্গলবারের ঘটনার পরে তাঁরাও নিজেদের প্রিয়জনকে নিয়ে প্রবল উৎকন্ঠার মধ্যে রয়েছেন। আক্ষেপের সুরে অধীরবাবু বলেন, পেটের টানেই জেলার গরিব মানুষ বাড়তি উপার্জনের আশায় কাশ্মীরে ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়ছেন। কাশ্মীর পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ভূমিকারও সমালোচনাও করেন তিনি। অধীরের পাশাপাশি এ দিন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানও নিহত শ্রমিকদের বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দেন।