Kultali Royal Bengal Tiger: ঘুমপাড়ানি গুলিতেই কাবু, ৬ দিন পর অবশেষে খাঁচাবন্দি দক্ষিণরায়
৬ দিন পরে অবশেষে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল। বাঘটিকে ঘুমপাড়ানি গুলি করা হয়। ঘুমপাড়ানি গুলিতেই কাবু হয় রয়্যাল বেঙ্গল টাইগার। ৯টা ৪৫ মিনিট নাগাদ তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘ। টানা ছয় দিন পর অবশেষে বনকর্মীদের ছোঁড়া ঘুমপাড়ানি গুলিতে কাবু হল বাঘ। ছয় দিন আগে কুলতলির ডোঙ্গাজোড়া গ্রামের শেখ পাড়াতে গ্রাম লাগোয়া ম্যানগ্রোভের জঙ্গলে ঢুকে পড়েছিল একটি রয়েল বেঙ্গল টাইগার। গ্রামবাসীরা নদীতে মাছ কাঁকড়া ধরতে যাওয়ার সময় বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন, তারাই বনদফতরকে খবর দিলে বন দফতরের কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকায় বাঘের উপস্থিতি লক্ষ্য করেন। সেই থেকেই গোটা এলাকাটিকে নাইলনের জাল দিয়ে ঘিরে রাখা হয়েছিল। বাঘ ধরতে পাতা হয়েছিল দু-দুটি খাঁচা। গত কয়েকদিন ধরে ছাগলের টপ সেই খাঁচাতে দেওয়া হলেও ধরা দেয়নি বাঘ। অবশেষে মঙ্গলবার বেলা পৌনে দশটা নাগাদ বাক্যটিকে ঘুমপাড়ানি গুলি ছুড়তে সমর্থ হন বনকর্মীরা। তার আগে দমকলের কর্মীরা জল ছিটিয়ে বাঘটির অবস্থান জানার চেষ্টা করেছিলেন। এলাকায় প্রচুর পরিমাণে বাজি পটকা ফাটানো হয়। শেষ পর্যন্ত জঙ্গলের মধ্যে তৈরি করা মাচা থেকে বাঘটিকে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। ঘুমপাড়ানি গুলি খেয়ে বাঘটি সামান্য নিস্তেজ হতেই বনকর্মীরা বাঘের কাছে গিয়ে পর পর আরও দুটি ঘুমপাড়ানি গুলি ছোড়ে। তিনটি গুলি খেয়ে অবশেষে নিস্তেজ হয় রয়্যাল বেঙ্গল টাইগার। তড়িঘড়ি বাঘটিকে খাঁচা বন্দি করে নৌকায় তুলে নিয়ে বনকর্মীরা ঝড়খালির উদ্দেশ্যে রওনা দেন। বাঘটি সুস্থ হলে পুনরায় তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন আধিকারিকরা।