Asianet News BanglaAsianet News Bangla

মা- কে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রেখে সেই ঘরেই বাস ছেলের, আড়াই বছর পর উদ্ধার হল দেহাবশেষ

Sep 15, 2021, 4:00 PM IST

কালিয়াচকের ঘটনার ছায়া এবার বর্ধমানে। মা কে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রেখে সেই ঘরেই বাস ছেলের। বর্ধমান থানার হটুদেওয়ান পীরতলা ক্যানেলপাড় এলাকার ঘটনা। সূত্রের খবর, আড়াই বছর আগে নিখোঁজ হয়ে যান সুকুরানা বিবি। সুকরানা বিবি তাঁর ছোট ছেলে শেখ নয়ন আলির সঙ্গে থাকতেন। এরপর বহু খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ মেলেনি। সুকুরানা বিবির বড় ছেলে থানায় নিখোঁজ ডায়রিও করেন। মাস চারেক আগে নয়নের স্ত্রী স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান। সোমবার নয়নের দাদা-বৌদি ভাইয়ের বউকে ফিরিয়ে আনতে যায়। নয়নের স্ত্রী স্বামীর কুকীর্তির কথা ফাঁস করে দেয়। নয়নের দাদা এবং প্রতিবেশীরা জিজ্ঞাসাবাদ করলে ভেঙে পড়ে নয়ন। পুলিশকে সব কথা জানালে পুলিশ গিয়ে মাটি খুঁড়ে উদ্ধার করে দেহ। ইতিমধ্যেই অভিযুক্ত নয়নকে আটক করেছে পুলিশ।