Asianet News BanglaAsianet News Bangla

ফের উত্তপ্ত ভাটপাড়া, অর্জুন সিং -এর বাড়ির সামনে চলল গুলি

  • ফের উত্তপ্ত ভাটপাড়া, চলল গুলি
  • প্রকাশ্য দিবালোকে শ্যুটআউট বিজেপি কর্মী
  • ভাটপাড়া পৌরসভা -র মেঘনা মোড় এলাকার ঘটনা
  • সাংসদ অর্জুন সিং -এর বাড়ির সামনে ঘটে এই ঘটনা
     
Jun 28, 2021, 7:22 PM IST

প্রকাশ্য দিবালোকে ফের শ্যুট আউট বিজেপি কর্মী। নিহত বিজেপি কর্মীর নাম রাজু সাউ। ভাটপাড়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের মেঘনা মোড় এলাকায় ব্যারাকপুর সাংসদ অর্জুন সিং -এর বাড়ির সামনে দুষ্কৃতীরা গুলি করে তাঁকে। গুলি করেই আগ্নেয়াস্ত্রটি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ব্যারাকপুর লোকসভা সাংসদ অর্জুন সিং।