নির্দল প্রার্থীর বিজয় মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ
পুরভোটের ফল প্রকাশের পরই রাজনৈতিক উত্তেজনা। নির্দলের বিজয় মিছিলে তৃণমূলের হামলার অভিযোগ। বাঁকুড়ার ৭ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। জয়ের আনন্দে বুধবার সন্ধ্যে বেলায় বিজয় মিছিল হচ্ছিল সেখানে। বিজয় মিছিলেই হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা করানো হয়। অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
পুরভোটের ফল প্রকাশের পরে রাজনৈতিক উত্তেজনা, সংঘর্ষ পার্টি অফিস ভাংচুরের ঘটনা বাঁকুড়া শহরে। পুরভোটের ফল প্রকাশ হতেই রাজনৈতিক হিংসার ঘটনায় ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার ৭ নং ওয়ার্ডে। বাঁকুড়া পুরসভার ৭ নং ওয়ার্ড হাতছাড়া হয়েছে তৃণমূলের। এই ওয়ার্ড থেকে জয় ছিনিয়ে নিয়েছে বহিস্কৃত তৃণমূল তথা বাঁকুড়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল। জেতার পরই নিজের কর্মীদের নিয়ে বুধবার সন্ধ্যে বেলায় শান্তিপূর্ন বিজয় মিছিল করছিলেন ওই ওয়ার্ডে। অভিযোগ বিজয় মিছিলে লাঠি সোটা নিয়ে আক্রমণ চালায় তৃণমূল। বিজয় মিছিলের পিছনের দিকে থাকা একটি টেম্পো গাড়িকে উল্টে দেওয়া হয়। ওই টেম্পোর মধ্যে মায়ের সঙ্গে থাকা এক ৪ বছরের শিশু জখম হয়েছে। তাঁর মাথায় চোট লেগেছে। মারধর করা হয়েছে দুই নির্দল কর্মীকে তারাও জখম হয়েছে বলে দাবি করেছেন সদ্য জয়ী নির্দল প্রার্থী দিলীপ আগরওয়াল। বুধবার রাতে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা করানো হয়। তৃণমূল হার মেনে না নেওয়ার কারণে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পালটা দাবি, বিজয় মিছিল করার সময় নির্দল কর্মীরা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে। জয়ী হয়ে এলাকা অশান্ত করার চেষ্টা করছে নির্দলরা, দাবি তৃণমূলের।