শুভেন্দুর নামে কালি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ফলকে শুভেন্দুর নামের ওপরে কালি। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতর। তমলুকের বানপুকুর ধারে এই ফলক রয়েছে। এই নিয়ে তৃণমূলকেই দুষলেন সুকুমার বেরা। অভিযোগ মানতে নারাজ তমলুকের তৃণমূল সাধারণ সম্পাদক।
 

/ Updated: Feb 26 2022, 03:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ফলকে শুভেন্দুর (Suvendu Adhikari) নামের ওপরে কালি দেওয়ার অভিযোগ। পুরভোটের জোর কদমে চলছে প্রস্তুতি। তমলুকেও চলছে পুরভোটের প্রস্তুতি। তারই ফাঁকে তমলুকের বানপুকুর ধারে হলদিয়া উন্নয়ন পর্ষদ দ্বারা নির্মিত উন্নয়ন-এর ফলকে তৎকালীন তৃনমূল কংগ্রেসের পরিবহন মন্ত্রী ও হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর নামাঙ্কিত ফলকের উপরে কেউ বা কারা কালি লেপে দিয়েছে। যা নিয়ে চাপান উতর শুরু হয়েছে। পৌরযুদ্ধের যে রাজনীতিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম সৌমেন মহাপাত্রের তাম্রলিপ্ত পৌরসভার উন্নয়ন নিয়ে একে অপরকে খোঁচা দিয়ে বক্তব্য রাখার পরিবেশ এতদিন দেখা যাচ্ছিল তা যেন আজ অবসান ঘোটল।  কারণ আজ দেখা গেল তমলুকের বানপুকুর সৌন্দর্যায়নের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ এর পাথরে ওপর লেখা শুভেন্দু অধিকারীর নামের ওপর কেউ বা কারা কালিমালিপ্ত করার চেষ্টা করে। আর জা নিয়ে শুরু হয় তমলুক শহর জুড়ে শোরগোল।