ফের বিতর্কে নাম জড়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা -র
ফের বিতর্কে নাম জড়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা -র। তাঁর বিরুদ্ধে এবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সরকারি জমি দখল করে বাড়ি তৈরির পাশাপাশি ডুয়ার্সের চামুর্চি মোড়ে মার্কেট কমপ্লেক্স এবং দলীয় অফিস তৈরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে অবশ্য জন বিজেপি নেতারা পাল্টা জবাব দিতে ছাড়েননি। তাঁরও বিরোধী দলের দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন ডিএম -কে সম্পূর্ণ বিষয়টি জানান হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন আইনের উপর কেউ না।
ফের বিতর্কে নাম জড়াল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা -র। তাঁর বিরুদ্ধে এবার সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। সরকারি জমি দখল করে বাড়ি তৈরির পাশাপাশি ডুয়ার্সের চামুর্চি মোড়ে মার্কেট কমপ্লেক্স এবং দলীয় অফিস তৈরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে অবশ্য জন বিজেপি নেতারা পাল্টা জবাব দিতে ছাড়েননি। তাঁরও বিরোধী দলের দিকে আঙুল তুলেছেন। অন্যদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন ডিএম -কে সম্পূর্ণ বিষয়টি জানান হয়েছে। পাশাপাশি তিনি এও বলেন আইনের উপর কেউ না।