স্কুলের পোশাকের রঙের বিরোধীতায় প্রাক্তনীরা, শ্লোগান তুলে মিছিলে সামিল হলেন তারা
রাজ্যের প্রতিটি স্কুলের ইউনিফর্ম হবে নীল সাদা, তারই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর, কিন্তু অনেক স্কুল তাদের ইউনিফর্মের রঙ বদলের বিরোধিতা করেছে, আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্ক সংলগ্ন এলাকায় কিছু স্কুল একজোট হয়ে আন্দোলনে শামিল হলেন
স্কুলের পোশাকের রঙের বিরোধীতায় প্রাক্তনীরা | শ্লোগান তুলে মিছিলে সামিল হলেন তারা | আমাদের পোশাক ফিরিয়ে দাও শ্লোগান তোলে তারা | প্রসঙ্গত, রাজ্যের প্রতিটি স্কুলের ইউনিফর্ম হবে নীল সাদা, তারই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য শিক্ষা দপ্তর | ইতিমধ্যে পোশাক তৈরির কাজ ও হয়ে এসেছে | এখন দেখার সরকার এদের কথায় কর্ণপাত করেন কি না