হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা নয়, এই দাবিতে বারাসত ডিএম অফিসে স্মারকলিপি জমা আমরা বাঙালি সংগঠনের

ভারতের কোন রাষ্ট্র ভাষা নেই,হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা নয়, এই দাবি জানিয়ে শুক্রবার বারাসত ডিএম অফিসের সামনে বিক্ষোভ করে  জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেয় আমরা বাঙালি সংগঠন
 

/ Updated: Oct 14 2022, 11:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ভারতের কোন রাষ্ট্র ভাষা নেই,হিন্দি ভারতের রাষ্ট্র ভাষা নয় | এই দাবি জানিয়ে শুক্রবার বারাসত ডিএম অফিসে বিক্ষোভ আমরা বাঙালি সংগঠনের | এদিন তারা স্মারকলিপি জমা দেয় জেলাশাসকের কাছে | স্মারকলিপির কপি স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে পাঠাবে বলে জানান তারা | তাদের দাবি কেন্দ্র বলপূর্বক হিন্দি চাপিয়ে সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছে | তার বিরুদ্ধে সমস্ত বাঙালিদের এক হওয়ার আহ্বান আমরা বাঙালি তরফ থেকে |