রাতের অন্ধকারে বেপরোয়া লরির ধাক্কায় মৃত বিমানসেবিকা, গুরুতর আহত তাঁর সঙ্গী
- রাতের শহরে বেপরোয়া লরির ধাক্কা
- চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বিমানসেবিকার
- গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁর সঙ্গী
- মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দ্বিতীয় হুগলি সেতুতে
- ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
কলকাতা হোক বা শহরতলি, রাতে বেপরোয়া লরি দাপটে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা। আরও একবার তেমনই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক বিমান সেবিকার। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। বেলুড় থানার অন্তর্গত লাল বাবু সাহা রোডের বাসিন্দা বিমানসেবিকা ঋত্বিকা মজুমদার ও তার সঙ্গী দেবাদিত্য সেন স্কুটিতে করে পার্ক স্ট্রিট থেকে দ্বিতীয় হুগলি সেতু ধরে বাড়ি ফিরছিলেন। তখনই দ্রুত গতিতে পেছন থেকে আসা একটি লরি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। স্কুটি থেকে ছিটকে পড়েন দুজনেই। মাথায় হেলমেট পরা থাকলেও গুরুতর জখম হন তারা। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে ঋত্বিকার মিত্যু হয় হাসপাতালে। খবর পাওয়ার পরে শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারে। গোটা বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। লরিটির খোঁজে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।