Asianet News BanglaAsianet News Bangla

গরু পাচারের সঙ্গে জড়িয়ে ছিল তাঁর নাম, কুপিয়ে খুন সমাজ বিরোধী

  • কুখ্যাত সমাজ বিরোধীকে কুপিয়ে খুন
  • মৃতের নাম বিধান সরকার
  • বৃহস্পতিবার রাতে তাঁকে কুপিয়ে খুন করা হয়
  • গরু পাচার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ
Feb 27, 2021, 1:18 PM IST

গাইঘাটায় কুপিয়ে খুন বিধান সরকার নামে এক ব্যক্তি। কুখ্যাত সমাজ বিরোধী হসেবেই পরিচিত ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁকে কুপিয়ে খুন করা হয়। আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় ঘটে এই ঘটনা। তাঁর পরিবারের সদস্যরা রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়  গাইঘাটা থানার সুটিয়া ফাঁড়ির পুলিশ। পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁর দেহ। চাদপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় তাঁকে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করে। সূত্রের খবর, গরু পাচার সহ একাধিক অসামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।