লোকালয়ে এসে গাড়ির ধাক্কায় জখম প্রাপ্ত বয়স্ক হায়না
- করোনার জেরে রাস্তায় মানুষের আনাগোনা কমেছে অনেকটাই
- এই পরিস্থিতিতে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা
- এবার তেমনই একটি হায়নার দেখা মিলল লোকালয়ে
- আহত অবস্থায় বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে হায়নাটিকে
করোনার জেরে রাস্তায় মানুষের আনাগোনা কমেছে অনেকটাই। এই পরিস্থিতিতে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণীরা। এবার তেমনই একটি হায়নার দেখা মিলল লোকালয়ে। আহত অবস্থায় বনদপ্তরের কর্মীরা উদ্ধার করে হায়নাটিকে। সোমবার সকালে ঝালদা রেঞ্জ এলাকার ঝালদা-রাঁচি সড়কের পাশে একটি জমিতে জখম অবস্থায় হায়নাটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর খবর যায় পুলিশ এবং বন দপ্তরে। হায়নাটিকে সেখান থেকে উদ্ধার করে সুরুলিয়া বনদপ্তরে চিকিৎসার জন্য পাঠানো হয়। গাড়ির ধাক্কাতেই হায়নাটি জখম হয় বলে অনুমান