ট্যাঙ্কে আটকে হস্তিশাবক, ডুয়ার্সে কীভাবে উদ্ধার, দেখুন ভিডিও

  • ডুয়ার্সের মাল ব্লকের বাগারাকোট চা বাগানের ঘটনা
  • পরিত্যক্ত ট্যাংকের মধ্যে পড়ে যায় হস্তিশাবক

/ Updated: Oct 26 2019, 02:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চা বাগনের মধ্যে ছিল গোবর গ্যাসের পরিত্যক্ত ট্যাঙ্ক। আর তার মধ্যেই পড়ে গিয়ে আটকে গেল একটি হস্তিশাবক। অনেক চেষ্টা করেও শাবকটিকে তুলতে পারেনি দলে থাকা অন্যান্য হাতিগুলি। শেষ পর্যন্ত শাবককে উদ্ধারে পৌঁছেছেন বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের বাগরাকোট চা বাগানের বাসা লাইনে। ওই চা বাগানের পাশেই রয়েছে মংপু এবং আপালচাঁদ জঙ্গল। শুক্রবার রাতে ওই চা বাগান পেরোচ্ছিল হাতির একটি পাল। তখনই ঘটে যায় দুর্ঘটনা। 

শনিবার সকালে গর্তের মধ্যে হস্তিশাবকটিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়েছেন গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও বৈকুন্ঠুপুর বনবিভাগের বনকর্মীরা। হস্তিশাবকটি জীবিত থাকলেও যেভাবে আটকে রয়েছে তাতে তাকে সাধারণ উপায়ে উদ্ধার করা কষ্টসাধ্য ছিল। প্রথমে হস্তিশাবকটিকে সংজ্ঞাহীন করে উদ্ধারের কথা ভাবা হয়েছিল। পরে অবশ্য মাটি কেটে  হস্তিশাবকটিকে উদ্ধার করা হয়।