আবারও দশ নম্বর জাতীয় সড়কে ধস, বিচ্ছিন্ন সিকিম পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থা

রাতভর টানা বৃষ্টির কারণে কালিম্পং ও সিকিমের লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে  ধস নামে, বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিমবঙ্গের সাথে সিকিমের যোগাযোগ ব্যবস্থা

/ Updated: Aug 03 2022, 04:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাতভর টানা বৃষ্টির কারণে কালিম্পং ও সিকিমের লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে  ধস নামে | ধস নামে বিরিকদাঁড়ার কাছে | ধসের কারণে সমস্ত রকম যান চলাচল বন্ধ হয়ে যায় ওই রাস্তায় | বিচ্ছিন্ন হয়ে যায় পশ্চিমবঙ্গের সাথে সিকিমের যোগাযোগ ব্যবস্থা | তবে রাস্তা স্বাভাবিকের কাজ শুরু করেছে প্রশাসন