‘ভোলে ব্যোমে’র পর এবার ‘শিব শম্ভু’, ফের বোলপুরের রাইস মিলে CBI-এর হানা
বোলপুরের বাঁধগোড়ায় শিবশম্ভু রাইস মিলে হানা CBI-এর। গরুপাচার কাণ্ডের তদন্তে এবার CBI-এর নজরে অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ। মিলের ভিতরে প্রবেশ করে তল্লাশি চালাতে শুরু করেছেন তাঁরা। CBI সূত্রের খবর, তদন্তে যে সব তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রাইস মিলে ঘুরপথে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের টাকা খাটানো হত কি না, সেটাই খতিয়ে দেখতে চায় CBI। অনুব্রত নামে বা বেনামে কী সম্পত্তি আছে, সেটা খুঁজে বের করতেই CBI তল্লাশি চালাচ্ছে।
বোলপুরের বাঁধগোড়ায় শিবশম্ভু রাইস মিলে হানা CBI-এর। গরুপাচার কাণ্ডের তদন্তে এবার CBI-এর নজরে অনুব্রত মণ্ডলের ভাগ্নে রাজা ঘোষ। মিলের ভিতরে প্রবেশ করে তল্লাশি চালাতে শুরু করেছেন তাঁরা। CBI সূত্রের খবর, তদন্তে যে সব তথ্য উঠে এসেছে, তার ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রাইস মিলে ঘুরপথে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের টাকা খাটানো হত কি না, সেটাই খতিয়ে দেখতে চায় CBI। অনুব্রত নামে বা বেনামে কী সম্পত্তি আছে, সেটা খুঁজে বের করতেই CBI তল্লাশি চালাচ্ছে।