Asianet News Bangla

পশ্চিমবঙ্গের যা অবস্থা মানুষ আর বাঁচতে পারবে না, ভাটপাড়ায় বোমাবাজির ঘটনায় প্রতিক্রিয়া অর্জুন সিং -এর

Jun 7, 2021, 2:19 PM IST

ভাটপাড়ায় ফের বোমাবাজির ঘটনা। বোমার আঘাতে নিহত অ্যাপ নির্ভর বাইক চালক। মৃত যুবকের নাম জয়প্রকাশ যাদব। মৃত যুবক বিজেপি কর্মী বলে দাবি অর্জুন সিং -এর। অন্যদিকে অভিযোগ মানতে নারাজ তৃণমূল। তৃণমূলের নেতা প্রিয়াংশু পান্ডের দাবি রেলের জমি দখল করাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিবাদ ছিল টুনটুন চৌধুরীর সাথে। পুরনো শত্রুতার জেরেই এই খুন। পশ্চিমবঙ্গের যা অবস্থা মানুষ আর বাঁচতে পারবে না। এমনকথাই বলতে শোনা গেল অর্জুন সিং -কে।          

Video Top Stories