প্রাণের ভয়ে আলমারিতে আশ্রয়, তছনছ হরিশচন্দ্রপুর স্টেশন, দেখুন ভিডিও
- মালদহের হরিশচন্দ্রপুরে স্টেশনে তাণ্ডব
- হামলা চালানো হল ট্রেনেও
- মালদহের হরিশচন্দ্রপুরে স্টেশনে তাণ্ডব
- হামলা চালানো হল ট্রেনেও
নাগরকিত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এবার মালদহের হরিশচন্দ্রপুরে স্টেশনে ভাঙচুর চালালো বিক্ষোভকারীরা। হামলা চালানো হল ট্রেনেও। বিক্ষোভের নামে গোটা স্টেশন এবং টিকিট কাউন্টার তছনছ করে দেয় বিক্ষোভরকারীরা। স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের মারধরও করা হয়। কোনওক্রমে আলমারির মধ্যে ঢুকে বা টেবিলের তলায় লুকিয়ে প্রাণ বাঁচান রেলকর্মীরা। ট্রেনযাত্রীরাও আতঙ্কে স্টেশন চত্বর ছেড়ে পালান। রেল লাইনেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ দিন সকালে মালদহের কালিয়াচকে অবশ্য নাগরিকত্ব আইনের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল বের করেন কলেজের অধ্যাপক এবং ছাত্রছাত্রীরা। এর পরে কয়েক হাজার স্থানীয় বাসিন্দা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। কালিয়াচকে অবশ্য কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি।