বালুচরির দাম দেড় লাখ, তৈরি করলেন বাঁকুড়ার শিল্পী, দেখুন ভিডিও

  • দেড় লাখি বালুচরি তৈরি করলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের শিল্পী
  • তন্তুজের মাধ্যেমে বিক্রী হবে শাড়ি

/ Updated: Oct 02 2019, 03:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


পঁচিশ হাজার, পঞ্চাশ হাজার, এক লক্ষের পর এবারে দেড় লক্ষ টাকার বালুচরি। ৫৫ দিনের অক্লান্ত পরিশ্রমের পর এমনই মহার্ঘ্য বালুচরি তৈরি করে ফেলেছেন বাঁকুড়ার বিষ্ণুপুরের শিল্পী অমিতাভ পাল। তন্তুজের হাত ধরে সেই শাড়ির বিপণন শুরু হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। 

শাড়িটি তৈরি করতে পঞ্চান্ন দিন সময় লেগেছে। শাড়িতে আটটি পাড় রয়েছে। তার সঙ্গে মিনে করা কাজ করা হয়েছে। পাড়ে কোনও ফাঁকা জায়গা নেই। শাড়ির পাড়ের প্রতিটি স্তপে রয়েছে চোখ ধাঁধানো কারুকার্য এবং অলঙ্করণ। শাড়ির আঁচলে রয়েছে নবাবি ঘরানার কল্কা, ফুল, পাতা এবং মিনে করা হাতের কাজ। এছাড়া গোটা শাড়িতেই রয়েছে সূক্ষ্ম হাতের কাজ। তিন জন শিল্পী মিলে ৫৫ দিনে একটি শাড়ি তৈরি করেছেন। শ্রমিকদের পারিশ্রমিক, কাঁচা মাল এবং লভ্যাংশ ধরেই শাড়ির দাম করা হয়েছে দেড় লক্ষ।  এই ধরনের ছ'টি শাড়ি এবার তৈরি করেছেন অমিতাভবাবু। বিদেশে বিক্রি হওয়ার পাশাপাশি এই শাড়ি কলকাতার বালুচরি হাবেও পাওয়া যাবে। এর আগে তাঁর তৈরি করা এক লক্ষ টাকার বালুচরি শাড়িরও সারাবছর চাহিদা থাকে বলে জানিয়েছেন অমিতাভবাবু।