বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পড়ুয়ার ওপর হামলা

রাস্তায় বসে বাজি ফাটানোর অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। প্রচন্ড আওয়াজের কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। প্রচন্ড শব্দের কারণে প্রতিবাদ করে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় সে প্রতিবাদ করায় তার ওপর হামলা চালায় একদল যুবক।
 

/ Updated: Mar 20 2022, 01:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাস্তায় বসে বাজি ফাটানোর অভিযোগ একদল যুবকের বিরুদ্ধে। প্রচন্ড আওয়াজের কারণে উচ্চ মাধ্যমিক (HS examination) পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছিল। প্রচন্ড শব্দের কারণে প্রতিবাদ করে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায় সে প্রতিবাদ করায় তার ওপর হামলা চালায় একদল যুবক। প্রথমে প্রতিবাদ করায় তাঁর সঙ্গে শুরু হয় হাতাহাতি তারপরেই হঠাৎ করে ব্লেড দিয়ে পরীক্ষার্থীর মাথা এবং সারা শরীর চিরে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাত্ব অবস্থায় যুবককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে (Hospital)। শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের (Baruipur) মল্লিকপুরে ঘটেছে এই ঘটনা। দু'জনেই তাঁর ওপর ব্লেড দিয়ে হামলায় চালায় বলে অভিযোগ। তবে তাঁদের সঙ্গে আরও অনেকেই ছিল বলে জানা গিয়েছে। ঘটনার অভিযোগ দায়ের হয় বারুইপুর থানায়। তদন্ত শুরু করে ইতিমধ্যেই দু'জনকে গ্রেফতারও করেছে পুলিশ (police)। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়ায় উত্তেজনা। এই ঘটনায় আরও যারা অভিযুক্ত ইতিমধ্যেই তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।