Attack on student: প্রণয়ঘটিত কারণে সেন্ট জেভিয়ার্সের পড়ুয়ার উপর হামলা

প্রণয়ঘটিত কারণে নবম শ্রেণির ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। প্রণয়ঘটিত কারণে সোদপুর সেন্ট জেভিয়ার্সের স্কুলের নবম শ্রেনির ছাত্রের উপর হামলার অভিযোগ। 

/ Updated: Nov 30 2021, 01:02 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রণয়ঘটিত কারণে নবম শ্রেণির ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী হামলা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। প্রণয়ঘটিত কারণে সোদপুর সেন্ট জেভিয়ার্সের স্কুলের নবম শ্রেনির ছাত্রের উপর হামলার অভিযোগ। ছাত্রের নাম কিংশুক ঘোষ। পানিহাটির অ্যাঙ্গলেস নগরের বাসিন্দা। রিভালবারের বাটের ঘায়ে জখম নবম শ্রেণির ছাত্র। কোনওরকমে স্কুলের ভিতর ঢুকে প্রাণে বাঁচে ছাত্র। ছাত্রের চিৎকারের আওয়াজে ছুটে আসে এলাকার বাসিন্দারা। রিভালবার সমেত হাতেনাতে চার জনকে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি দুস্কৃতিদের ধরবার জন্য তল্লাশি চালাচ্ছে। ২০ জন তার উপর হামলা চালায় বলে দাবি স্থানীয়দের। অভিযুক্তদের মধ্যে ৪ জনকে ধরে ফেলে স্থানীয়রা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুল ছাত্রের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে এরকম হামলার ঘটনায় পানিহাটি দত্ত রোড এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুল এর সামনে ব্যাপক উত্তেজনা তৈরি হয়, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করতে এসেছিল তারাও স্কুল ছাত্র, এই স্কুলছাত্রদের কাছে কি করে এলো আগ্নেয়াস্ত্র সে বিষয়ে সেই চার জন ছাত্র যারা হামলা চালাতে এসেছিল তাদেরকে খড়দহ থানার পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।