পাচার করতে গিয়ে পুলিশের জালে অস্ট্রেলীয় ক্যাঙারু

জলপাইগুড়ির গাজোলডোবা ক্যানেল রোড থেকে উদ্ধার ২টি ক্যাঙারু। ক্যাঙারুটিকে উদ্ধার করে বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা। নেপালি বস্তিতেও উদ্ধার হয় আরও একটি অস্ট্রেলীয় ক্যাঙারু শাবক। চিকিৎসার জন্য তাদের বেঙ্গল সাফারিতে পাঠানো হয়।
 

/ Updated: Apr 02 2022, 05:29 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গজলডোবার কাছে ক্যানেল রোড থেকে শুক্রবার রাতে উদ্ধার হয় ২ টি ক্যাঙারু শাবক। সেই সঙ্গেই শিলিগুড়ির ফাঁড়াবাড়ি থেকে উদ্ধার ১ টি ক্যাঙারু। বনদফতর সূত্রে খবর, এদিন স্থানীয়রা ১টি ক্যাঙারু দেখতে পেয়ে তাকে উদ্ধার করে বনদফতরে খবর দেয়। তবে প্রশ্ন, প্রথমে ১ টি ও পরে আরও একটি ক্যাঙারু কী করে বা কোথা থেকে আসলো শিলিগুড়িতে? ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্তে শুরু করেছে বনবিভাগ। গাজোলডোবা ক্যানেল রোড থেকে দুটো ক্যাঙারু উদ্ধার করে বৈকুন্ঠপুর বনবিভাগের কর্মীরা। এদিন জলপাইগুড়ি জেলা থেকে উদ্ধার হয় দুটি ক্যাঙারু শাবক। ক্যাঙারু গুলোকে বেঙ্গল সাফারিতে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। এদিন গোপন সুত্রে খবর পেয়ে জলপাইগুড়ি জেলার গাজোলডোবা এলাকার ক্যানেল রোড থেকে দুটি ক্যাঙারু উদ্ধার হয় একটি স্করপিও গাড়ি থেকে। এরপর বেলাকোবা রেঞ্জের কর্মীরা ক্যাঙারু দুটিকে উদ্ধার করে বেলাকোবা রেঞ্জের নিয়ে আসা হয়।